My Pleasure

                            
মনের কথা মনে চাপা রাখার চেয়ে তা প্রকাশ করাটাই বুদ্ধিমানের কাজ। তাই যদি বলার মতো কাঊকে খুঁজে না পাওয়া যায় তখন কলম এবং খাতাকেই বন্ধু ভেবে মনের কথা গুলো বলে মনটাকে হালকা করা উচিৎ।

আর তাই লিখুন মন খুলে 🖋

জীবনটা খুব ছোট তাই একে ব্যর্থ হতে দেওয়া উচিৎ না.....